রাজশাহী চেম্বারের সভাপতিকে Click 2 Buy এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

Event Date: 1/22/2022 12:00:00 AM

অদ্য ২৩ জানুয়ারী ২০২২ তারিখ বেলা ১২.০০ টায় তরুন উ‌দ্যোক্তা‌দের প্লাট ফরম Click 2 Buy কর্তৃক রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সম্মানিত সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু বলেন,Click 2 Buy রাজশাহীর তরুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাওয়া এক‌টি সংগঠণ। তরুণ উদ্যোক্তাদের পা‌শে থে‌কে সহ‌যো‌গিতা করার জন‌্য Click 2 Buy কে সাধুবাদ জানান। তরুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করে যাওয়া এই সংগঠনটিকে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সর্বদা সহ‌যো‌গিতা কর‌বে ব‌লে তি‌নি আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন। পরিচালকবৃন্দ সর্বজনাবমোঃ শাহাদৎ হোসেন বাবু এবং মোঃ মোস্তাফিজুর রহমান।

No photo description available.

Download