কাউকে বাদ দিয়ে নয় জোটের বিভাগীয় আলোচনা সভা

Event Date: 1/21/2023 12:00:00 AM


রাজশাহী অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশর উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্তৃপক্ষের সাথে “কাউকে বাদ দিয়ে নয় জোটের বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ইং জানুয়ারি ২০২৩) বেলা ১২ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ের “বোর্ড রুমে” ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ‘কাউকে বাদ দিয়ে নয়’ জোটের সহ-সভাপতি ও দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকবৃন্দ সর্বজনাব রিয়াজ আহমেদ খান, মোঃ মোস্তাফিজুর রহমান, এস.এম আইয়ুব সহ সচিব মোঃ মুয়াক্ষেরুল হুদা, সহকারী সচিব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী অনিরুদ্ধ রায়, বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু, সহকারী সমম্বয়ারী সুদীপ কুমার ঘোষ, রাজশাহী ও নওগাঁর এডভোকেসি নেটওয়ার্কের সদস্যবৃন্দ।

Download