মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উদযাপন

Event Date: 10/28/2012 12:00:00 AM


আজ ২৮-০৯-২০২২ তারিখ বুধবার দুপুর ১২.০০ টায় আধুনিক বাংলাদেশের রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি দোয়া মাহফিল, কেক কাটা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু এবং পরিচালকবৃন্দের উপস্থিতিতে “চেম্বার বোর্ড রুমে” মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্মিত প্রামান্যচিত্র ‘শেখ হাসিনা অ্যা ট্রু লিজেন্ড” টি প্রদর্শিত হয়। পরবর্তীতে দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। অতঃপর সভাপতি ও পরিচালকবৃন্দের উপস্থিতিতে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন পালন করা হয়। এছাড়াও সর্বসাধারনের জন্য রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে গতকাল ২৭ সেপ্টেম্বর রাত ১১.৩০ মিনিট থেকে রাত্রী ১২.৩০ মিনিট পর্যন্ত ভবনের প্রধান ফটকে আলোকচিত্র প্রদর্শনী করা হয়। যা আজ সন্ধ্যা ৬.০০ টা হতে রাত্রী ১২.০০ টা পর্যন্ত চলমান থাকবে।



May be an image of 8 people, people standing and indoorMay be an image of 6 people, people sitting, people standing and indoorMay be an image of 13 people, people sitting, people standing and indoorMay be an image of 6 people, people standing, people sitting and indoor


Download