ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার Javed Patel এর সাথে রাজশাহীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালকবৃন্দের সহিত এক মতবিনিময় সভা

Event Date: 9/26/2022 12:00:00 AM

অদ্য ২৬.০৯.২০২২ তারিখ সোমবার “চেম্বার বোর্ড রুমে” রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার Javed Patel এর সাথে রাজশাহীর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালকবৃন্দের সহিত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনারের কর্মকর্তা পলিটিক্যাল কাউন্সিলর জনাব ড্যানিয়েল সেরি ও পলিটিক্যাল এ্যানালাইষ্ট জনাব মোঃ আমান কামারুজ্জামান কে সভাপতি ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় দিয়ে বরণ করেন। এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু। সভায় আঞ্চলিক বাণিজ্য ও বাংলাদেশের সাথে অন্যান্য দেশের সংযোগসহ অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক আলোচনা হয়। মূল আলোচনায় বাংলাদেশ ব্রিটিশ যৌথ ব্যবসা বাণিজ্য কর্মপদ্ধতির, আমদানী রপ্তানী, দক্ষ জনশক্তি উত্তরাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য ও হস্ত শিল্পের বাজার প্রসারের নীতি নির্ধারন নিয়ে আলোচনা করা হয়। সম্মানিত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারকে লন্ডন ভিত্তিক ব্যবসায়ীদের ব্রিটিশ সরকারের আমদানী ভিত্তিক মানদন্ড ও আন্তর্জাতিক মানদন্ড বিষয়ে নিয়ম নীতি জানানোর জন্য অনুরোধ করা হয়। ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারকে জানানো হয় যে, ইতোমধ্যে বাংলাদেশ, ভূটান, ভারত, নেপাল ব্যবসায়ীক সংযোগ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা শুরু হয়েছে।
পরিচালকবৃন্দ তাঁদের বিভিন্ন মতামত ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন। এর পাশাপাশি রাজশাহী চেম্বার বাংলাদেশ তথা উত্তরাঞ্চল থেকে কৃষি পণ্যের সরাসরি রপ্তানীর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এছাড়া কর্মসংস্থানের সৃষ্টিতে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের কাছে বিভিন্ন প্রশিক্ষণ বা দক্ষতা উন্নয়ন মূলক কার্যক্রম গ্রহনের জন্য অনুরোধ করা হয়। ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার সভার বক্তব্য গুলি গুরুত্ব সহকারে শোনেন ও তাঁর বক্তব্যে ব্যবসা বাণিজ্য আমদানী রপ্তানী ও অন্যান্য বিষয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে পরবর্তীতে যৌথভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন। সভাপতি মহোদয় সভা সমাপ্তির শেষে অতিথিকে ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করেন। এ সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি, মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মোঃ আব্দুল গাফফার, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ মোস্তাফিজুর রহমান, এস,এম আইয়ুব। আলোচনায় অংশগ্রহণ করেন চেম্বারের পক্ষ থেকে ব্যারিষ্টার আশিফ খান চৌধুরী। সভা পরিচালনা করেন জনাব জামিলা আফসারী আলম (প্রীতি)।



May be an image of 13 people, people standing and people sitting

May be an image of 10 people, people standing and people sittingMay be an image of 11 people and people standing

May be an image of 9 people and people standing

Download