রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র মহোদয় জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কে চেম্বার কর্তৃক স্মারকলিপি প্রদান
Event Date: 9/25/2022 12:00:00 AM
আজ ২৫.০৯.২০২২ তারিখ রবিবার দুপুর ১.০০ টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সম্মানিত সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু এর নেতৃত্বে চেম্বার পরিচালনা পর্ষদ সদস্যগন রাজশাহীর ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে ব্যবসার বাণিজ্য প্রসার করার লক্ষ্যে রাত ৮ টার পর দোকান পাট ও শপিং মল বন্ধ হওয়ার সময় বর্ধিত করে রাত ১০ টা পর্যন্ত খোলা রাখার জন্য রাজশাহী সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র মহোদয় জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক ও রাজশাহী জেলা প্রশাসক মহোদয় জনাব আব্দুল জলিল এর নিকট চেম্বার কর্তৃক স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপির প্রেক্ষিতে শারদীয় দূর্গাপূজা পর্যন্ত রাত ৮ টার পরিবর্তে ২ ঘন্টা সময় বর্ধিত করে রাত ১০ টা পর্যন্ত সমস্ত দোকান পাট ও শপিং মল খোলা রাখা সহ বাজারের সার্বিক আইনশৃংখলা নিরাপত্তা জোরদার সিদ্ধান্ত গৃহীত। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ (সুমন), পরিচালকবৃন্দ জনাব রিয়াজ আহমেদ খান, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান।