বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক কর্মশালা
Event Date: 7/3/2022 12:00:00 AM
বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-র দেশী বিদেশী বিনিয়োগকারীদের অনলাইন সেবা প্রদানের নিমিত্ত অনলাইন ওয়ান ষ্টপ সার্ভিস ব্যবস্থা হতে প্রদত্ত সেবা প্রদান বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সম্মেলন কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী বিভাগীয় কার্যালয় কর্তৃক কর্মশালাটি আয়োজন করা হয়।
বর্তমানে অনলাইন ওয়ান ষ্টপ সার্ভিসের আওতায় বিডাসহ ১৮টি সংস্থার সর্বমোট ৫৬টি সেবা প্রদান করা হচ্ছে।
কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ শরিফুল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রোজেটি নাজনীন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ সচিব) মোহাম্মদ আরিফুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন, মোহাম্মদ আরিফুর রহমান, পরিচালক (উপ-সচিব), রাজশাহী বিভাগীয় কার্যালয়, রাজশাহী এবং ওয়ান ষ্টপ সার্ভিস সংক্রান্ত উপস্থাপনা করেন জীবন কৃঞ্চ সাহা রায়, পরিচালক (ওএসএস), বিডা।