রাজশাহী শাহ মখদুম বিমান বন্দর পরিদর্শন
Event Date: 6/27/2022 12:00:00 AM
আজ ২৭ জুন ২০২২ বেলা ১২.৩০ মিনিটে মাননীয় মেয়র জনাব এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সার্বিক দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজশাহী শাহ মখদুম বিমান বন্দর পরিদর্শনে যান। রাজশাহী শাহ মখদুম বিমান বন্দর এর সম্মানিত ব্যবস্থাপক দিলারা বেগম প্রতিনিধি দলটিকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং বিমান চলাচল ও পরিচালনা বিষয়ে বিশদ আলোচনা করেন। সভাপতি মহোদয় বলেন আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে রাজশাহী বিমান বন্দরের ব্যবস্থাপনা নিয়ে ক্রমাগত নানা ধরনের অভিমত পাই, তারমধ্যে উল্লেখযোগ্য রাতে বিমান উঠা-নামা এবং রানওয়ের আধুনিকায়ন।
এ প্রসঙ্গে ব্যবস্থাপক বলেন রাজশাহী শাহ মখদুম বিমান বন্দরে সর্বোচ্চ রাত ১০.০০ টা পর্যন্ত বিমান ওঠা নামা করার জন্য প্রস্তুত। তবে আমাদের এখনও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে যা কাটিয়ে উঠার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সভাপতি মহোদয় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পক্ষ থেকে বিমান বন্দরের সকল কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে সার্বিক সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এ সময় সভাপতি মহোদয়ের সঙ্গে ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ মোস্তাফিজুর রহমান, এস.এম আইয়ুব এবং সচিব, জনাব মহঃ গোলাম জাকির হোসেন। পরবর্তীতে উক্ত প্রতিনিধি দলটি সম্মানিত মেয়র মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে রাজশাহী বিমান বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।