কুরিয়ার সার্ভিস এর সাথে মতবিনিময়
Event Date: 5/19/2022 12:00:00 AM
চেম্বারের সাথে কুরিয়ার সার্ভিস এর প্রতিনিধির মতবিনিময়
অদ্য ১৯ মে ২০২২ তারিখ বৃহস্পতিবার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বোর্ডরুমে আম পরিবহনে সুষ্ঠভাবে কুরিয়ার সার্ভিস পরিচালনার জন্য কুরিয়ার সার্ভিস এর মালিক / প্রতিনিধির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন আম মৌসুমে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় চেম্বার সভাপতি আম পরিবহনে মূল্য স্থিতিশীল রাখার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার ওমেক্স কুরিয়ার, রেইনবো কুরিয়ার, এস আর পার্সেল, আহমেদ পার্সেল, সুন্দরবন করিয়ার, জননী পার্সেল, মেট্রো এক্সপ্রেস, টাইগার, এস এ পরিবহন, ইউএসবি কুরিয়ার, করতোয়া কুরিয়ার, এ জে আর কুরিয়ার সার্ভিস এর প্রতিনিধিবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালক মোঃ শাহাদৎ হোসেন বাবু, চেম্বার সচিবালয়ের সচিব জনাব মহঃ গোলাম জাকির হোসেন, সহকারী সচিব জনাব মোঃ আব্দুল্লাহ আল ইয়াসিন।