রাজশাহী চেম্বারে প্রাক-বাজেট আলোচনা

Event Date: 3/3/2022 12:00:00 AM

অদ্য ১০.০৩.২০২২ তারিখ সকাল ১১.৩০ মিনিটে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম। সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি, জনাব মাসুদুর রহমান রিংকু। চেম্বার সভাপতি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে ক্রেষ্ট ও ফুলের শুভেচ্ছা জানান। উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন জনাব মাসুদ সাদিক, সদস্য (শুল্ক নীতি) জাতীয় রাজস্ব বোর্ড এবং জনাব মিস জাকিয়া সুলতানা, সদস্য (মূসক নীতি) জাতীয় রাজস্ব বোর্ড। জনাব সামস উদ্দিন আহমেদ সদস্য (কর নীতি) জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। তিনি চেম্বার সভাপতির সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র এই আয়োজন এ যাবৎ যতগুলি অনুষ্ঠান করলাম এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং গোছানো। অনুষ্ঠানে প্রাপ্ত সকল প্রস্তাবনা আমরা বিবেচনা করবো। অনুষ্ঠানে সভাপতি মহোদয় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রস্তাবনা প্রধান অতিথির হাতে তুলে দেন। সভাপতি তাঁর রক্তব্যে রাজশাহীর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ শফিকুল ইসলাম আকন্দ, কর কমিশনার, রাজশাহী এবং জনাব মোহাম্মদ লুৎফর রহমান, কমিশনার, কাষ্টমস্্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী। এ সময় সভাপতির সঙ্গে ছিলেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন পরিচালকবৃন্দ সর্ব মোঃ সাদরুল ইসলাম, মোঃ মাসুম সরকার, হারুন উর রশীদ, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ সাজ্জাদ আলী, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ মতিউল হক, এস.এম আইয়ুব, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি জনাব রোজেটি নাজনীন এবং চেম্বার সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


Download